খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

ঢাকা প্রেস
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
পটুয়াখালীতে র্যাবের হাতে গ্রেপ্তার খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান।
বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র্যাবের যৌথ অভিযানে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান ২০০৯ সালে পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও জামানত জারি হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের অন্যতম ছিলেন রশীদুজ্জামান। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে পটুয়াখালীতে আত্মগোপন করে থাকতে দেখা যায়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫