|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ আগu ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

ভুয়া নার্স অপসারণসহ ১৭ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন


ভুয়া নার্স অপসারণসহ ১৭ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্স অপসারণসহ ১৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ গাইবান্ধা। 

 

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে পৌর পার্ক থেকে বিভিন্ন নার্সিং ইনিষ্টিউটের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা সিভিল সার্জন বরাবরে ১৭ দফা সম্বিলিত স্মারকলিপি প্রদান করেন।

 

আন্দোলনকারীদের দাবি সমূহ তুলে ধরে এ মানবন্ধনে বক্তারা বলেন,দেশে স্বাস্থ্যসেবা খাতে নার্সিং সেবার সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬-এর যথাযথ প্রয়োগের মাধ্যমে ভুয়া নার্স নির্মূল অভিযান পরিচালনা করার পাশাপাশি,হাসপাতালের মালিকেরা নামমাত্র বেতনে নিয়োগ দেয়া ভুয়া নার্সদের কারনে  বিএনএমসি কর্তৃক নিবন্ধিত নার্সরা বেসরকারী হাসপাতালে উপযুক্ত বেতন ও সম্মান পাচ্ছেন না এবং  অদক্ষ ও ভুয়া নার্স দিয়ে ঝুঁকিপূর্ন সেবা দিয়ে জনগণের সাথে করা প্রতারণার উপযুক্ত বিচারের দাবী জানান তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫