|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০২:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৭:০৭ অপরাহ্ণ

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের


ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের


অনলাইন ডেস্ক:-

 

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে এই ঘোষণা দেন তিনি। যুদ্ধবিরতি শুরু হবে ৮ মে মধ্যরাত থেকে এবং চলবে ১০ মে মধ্যরাত পর্যন্ত।
 

আলজাজিরা সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে তার বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করবে। ১৯৪২-১৯৪৫ সালের মধ্যে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, যা 'দ্বিতীয় বিশ্বযুদ্ধ' নামে পরিচিত।
 

ক্রেমলিন আশা করছে, ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চলবে। তবে, তারা সতর্ক করে দিয়ে জানিয়েছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারা যথাযথ জবাব দেবে।
 

এ ঘোষণার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের ভূমিকা রয়েছে, যারা মস্কোকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে। শান্তি আলোচনার মাঝে ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষণ অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে মস্কো ট্রাম্পের অনুগ্রহ ফিরে পেতে চেষ্টা করছে।
 

ট্রাম্প আরও বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ক্রিমিয়া ছাড়তে প্রস্তুত।
 

এদিকে, ক্রেমলিন কিয়েভকে অস্থায়ী যুদ্ধবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। তবে তারা সতর্ক করেছে যে, যদি ইউক্রেনীয় পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে তাদের সশস্ত্র বাহিনী 'প্রতিসামরিক এবং কার্যকর প্রতিক্রিয়া' দেখাবে।
 

এ বিষয়ে ইউক্রেন এখনও কোনো মন্তব্য করেনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫