যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

অনলাইন ডেস্ক:-
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবারের এ হামলায় দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।
এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের পর গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এই চুক্তির পর এবারই প্রথমবার লেবাননে হামলা চালাল ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শনিবার সকালে লেবানন থেকে ছোড়া ছয়টি রকেটের মধ্যে তিনটি ইসরায়েলের সীমান্ত অতিক্রম করে। এর জবাবে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তবে হিজবুল্লাহ এই রকেট হামলার অভিযোগ অস্বীকার করে জানায়, তারা যুদ্ধবিরতি মেনে চলছে এবং ইসরায়েলে কোনো হামলা চালায়নি। শনিবারের হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় বিনত্ জাবেল ও তুলিনে তিনজন এবং বন্দরনগরী টায়ারে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলার পাশাপাশি কামান থেকেও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।
এ প্রসঙ্গে কাতারের হামাদ বিল খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত বলেন, "ইসরায়েল এই হামলার মাধ্যমে লেবাননের সরকারকে চাপে রাখতে চাইছে। যত দিন লেবাননে ইসরায়েলি দখলদারি চলবে, তত দিন প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ।"
এর আগে সোমবার ফিলিস্তিনের গাজা উপত্যকায়ও যুদ্ধবিরতি ভেঙে হামলা চালায় ইসরায়েল। পাঁচ দিনে ইসরায়েলি হামলায় ৬৩৪ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।
ইসরায়েলের এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ। তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মাঝেও নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫