আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

ঢাকা প্রেস
দেবিদ্বার উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি:-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। তিনি বলেন, চাঁদাবাজরা যেন নতুন বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।
শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বারে ইমাম ও ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আলেম ও ইমামদের কথা মানুষ গুরুত্ব সহকারে শোনে, তাই মসজিদে-মসজিদে মানুষকে সচেতন করার জন্য তাদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনেও ইমামদের ভূমিকা পালন করার আহ্বান জানান।
সভায় তিনি ইমামদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়েও কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, "আপনাদের পাঁচটি দাবি আমি শুনেছি, এগুলো ধর্ম উপদেষ্টার কাছে তুলে ধরব।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেবিদ্বার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল আহাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি সিক্ত সিয়ামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫