গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এসএসসি পরীক্ষার্থী মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রতন মিয়া (৪৫) নামে এক বাবার প্রাণ গেল।
আজ ১৬এপ্রিল বুধবার দুপুরে উপজেলার দীঘা পুলিয়াদি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী মেয়ে রিক্তা আক্তার (১৬) আজ বুধবার দুপুরে কালবৈশাখী ঝড়ের পর বাড়ির পানি মটরের সুইচ অন করেন। কিন্তু পানি মটরের সংযোগ দেওয়া তারের ত্রুটির কারণে পানির কলের পাশের টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যাওয়ার রিক্তা আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এ সময় রিক্তার মা চিৎকার শুরু করলে মেয়েকে বাঁচাতে ছুটে যান বাবা রতন মিয়া(৪৫)। কিন্তু তিনি বিদ্যুতায়িত টিনের বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সে মোঃ সোহরাবের বড় ছেলে। এই মর্মান্তিক ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫