|
প্রিন্টের সময়কালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৬:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ণ

পরিবেশ নষ্ট করে উন্নয়ন কখনো টেকসই নয়: সৈয়দা রিজওয়ানা হাসান


পরিবেশ নষ্ট করে উন্নয়ন কখনো টেকসই নয়: সৈয়দা রিজওয়ানা হাসান


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ধ্বংসের বিনিময়ে উন্নয়ন কখনো টেকসই হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, দেশের নদী, বন ও জলাভূমি রক্ষা এখন টিকে থাকা, ন্যায্যতা ও মানব মর্যাদার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
 

তিনি এই মন্তব্য করেন আজ বুধবার ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ৮ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উদ্বোধনী ও সভাপতির বক্তৃতায়।
 

উপদেষ্টা বলেন, প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ যখন তা অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও প্রকৃতিবান্ধব হয়। নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনে দায়িত্ববোধ, সততা এবং টেকসই চিন্তাধারা জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে। প্রতিটি পেশা, উদ্ভাবন ও নীতি পৃথিবীকে সুস্থ রাখতে পারে, ক্ষতিগ্রস্তও করতে পারে—সেই কারণে সর্বদা সুস্থতার পথ বেছে নেওয়া উচিত
 

জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণ করিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্মের জীবনধারা, ভোগ ও নেতৃত্বের সিদ্ধান্ত শুধু তাদের নয়, পুরো পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তরুণদের শব্দদূষণ ও প্লাস্টিক দূষণ কমাতে এগিয়ে আসতে হবে
 

সমাবর্তনে স্বাগত ভাষণ দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দা মাদিহা মুরশেদ, প্রধান বক্তা সৈয়দ নাসিম মানজুর (এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক), এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আয়ুব ইসলাম। অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রি, স্বর্ণপদক ও একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫