|
প্রিন্টের সময়কালঃ ২৭ আগu ২০২৫ ০৫:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৩ ০২:২১ অপরাহ্ণ

চাকরিপ্রার্থীদের সহকারী জজ নিয়োগে বয়স ছাড়ের দাবি


চাকরিপ্রার্থীদের সহকারী জজ নিয়োগে বয়স ছাড়ের দাবি


সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) প্রকাশিত ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৬০০ বিজেএস) নিয়োগ বিজ্ঞপ্তিতে 
আবেদনকারীদের বয়স ছাড়ের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধর অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ১৬০০ বিজেএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত বিজ্ঞপ্তিতে বয়সসীমা ২০২৩ সালের ১ জানুয়ারি অনধিক ৩২ বছর উল্লেখ করা হয়। কিন্তু করোনা মহামারীর জন্য সরকারি চাকরিপ্রত্যাশীদের জনপ্রশাসন মন্ত্রণালয় (বিসিএস ব্যতীত) বয়স ছাড় প্রদান করে। যার পরিপ্রেক্ষিতে গত ১৪০০ বিজেএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তিতে ২০২০ সালের ২৫ মার্চ বয়সসীমা উল্লেখ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।


মানববন্ধনে অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী মো. শরীফুল হাসান প্রথম আলোকে বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর বিসিএস ছাড়া সরকারি সব চাকরির ক্ষেত্রে নিয়োগে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনাও দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তির আলোকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স ছাড়সংক্রান্ত সংশোধনীসহ পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ওই বয়স ছাড়ের প্রজ্ঞাপনের বয়সসীমা অনুসরণ না করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে করোনার কারণে আমাদের যাদের বয়স শেষ হয়েছে তাঁরা আবেদন করতে পারছি না।’

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে আকুল আবেদন, আমাদের ১৬০০ বিজেএস পরীক্ষায় বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করে আবেদনের সুযোগ 
দেওয়া হোক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী মোহাম্মদ রাসেল বলেন, ‘করোনার কারণে আমরা যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের কথা চিন্তা করে আমাদের দাবি বিবেচনায় নেওয়া উচিত। জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে আকুল আবেদন, আমাদের ১৬০০ বিজেএস পরীক্ষায় বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করে আবেদনের সুযোগ দেওয়া হোক।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫