|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২০ অপরাহ্ণ

বিদেশে ঘুরে দেশে ফিরল ‘রিকশা গার্ল’


বিদেশে ঘুরে দেশে ফিরল ‘রিকশা গার্ল’


বিনোদন প্রতিবেদক:-

 

২০১৬ সালে অমিতাভ রেজা চৌধুরী তাঁর প্রথম সিনেমা আয়নাবাজি দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। সেই থেকেই তার পরিচালনায় নতুন সিনেমা দর্শকদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রায় ৯ বছর পর, আবারও তিনি নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। ২৪ জানুয়ারি সারা দেশে মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত রিকশা গার্ল
 

এই সিনেমার গল্প revolves করে শিল্পীমনা নারী নাঈমা কে কেন্দ্র করে, যিনি ছবি আঁকতে পছন্দ করেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নাঈমার জীবনে শুরু হয় এক কঠিন সংগ্রাম। ছবির মাধ্যমে অর্থ উপার্জন সম্ভব না হওয়ায়, বাধ্য হয়ে রিকশা চালাতে রাস্তায় নামেন তিনি। এরপর সিনেমার গল্প মোড় নেয় আরও জটিল দিকে, এবং প্রশ্ন উঠে—নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে? নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। গত রোববার সিনেমার ট্রেলার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করা হয়।
 

রিকশা গার্ল নির্মিত হয়েছে যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় তৈরি। প্রযোজকরা হলেন এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজী, এবং নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান। সিনেমার শুটিং শেষ হয় করোনা মহামারির আগেই, তবে মুক্তির তারিখ কয়েকবার পরিবর্তিত হয়। দেশে মুক্তি না পেলেও, সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে একাধিক পুরস্কার লাভ করেছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে প্রদর্শিত হয় এই সিনেমা। অবশেষে, বাংলাদেশী দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।
 

অমিতাভ রেজা চৌধুরী বলেন, "যদিও রিকশা গার্ল মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত, তবুও এটি বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি। সিনেমার মাধ্যমে আমরা আমাদের দেশের রিকশা পেইন্টিংয়ের মতো অসাধারণ একটি শিল্পকে বিশ্বব্যাপী তুলে ধরেছি। আশা করি, আমাদের কিশোর-কিশোরীরা এই সিনেমা দেখে অনুপ্রাণিত হবে।"
 

এ সিনেমা শুধু একটি চিত্রকলা নয়, বরং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে উপস্থাপন করার একটি প্রয়াস।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫