আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ
চার দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নিতে গিয়েছিলেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের দেওয়া তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি আজ (শনিবার) বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ডব্লিউইএফের বার্ষিক সভা ও অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টে প্রধান উপদেষ্টা মোট ৪৭টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এসব অনুষ্ঠানের মধ্যে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
ড. ইউনূস গত সোমবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা থেকে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা হন এবং পরদিন মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে দাভোস পৌঁছান। সেখানে তাকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাগত জানান।
দাভোসে তিনি ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন। অংশগ্রহণকৃত ৪৭টি অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ৪টি বৈঠক, মন্ত্রী পর্যায়ের বৈঠক ৪টি, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নির্বাহীদের সঙ্গে ১০টি, এবং সিইও ও উচ্চপর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে ১০টি বৈঠক। এছাড়া ডব্লিউইএফ আয়োজিত ৯টি বিশেষ সেশনে এবং গণমাধ্যমের ৮টি সাক্ষাৎকারে অংশ নেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫