|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুন ২০২৩ ০৫:১৩ অপরাহ্ণ

ব্যাটের কানায় বলের স্পর্শ ব্যর্থ মুমিনুল


ব্যাটের কানায় বলের স্পর্শ ব্যর্থ মুমিনুল


বাংলাদেশের 'টেস্ট স্পেশালিস্ট'খ্যাত মুমিনুল হকের খারাপ সময় কাটছেই না। আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তিনি টিকলেন মাত্র ২৫ বল। চারে নামা মুমিনুল হক শুরু থেকেই নড়বড়ে ছিলেন। পরে একটা করে চার-ছক্কায় ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েও বেশিদূর যেতে পারেননি।

তৃতীয় সেশনের শুরুতেই নিজাত মাসুদের বল মুমিনুলের (১৫) ব্যাটের কানায় লেগে জমা পড়ে কিপার আফসার জাজাইয়ের গ্লাভসে। রিভিউ নিয়ে সফল হয় আফগানিস্তান। মুমিনুল টিকেছেন মাত্র ২৫ বল। ২৫৬ রানে নেই ৩ উইকেট।


মিরপুর শেরেবাংলায় আজ বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত ডানহাতি পেসার নিজাত মাসুদের করা ওভারটির প্রথম বলেই ব্যাটের কানায় লেগে কিপারের হাতে ধরা পড়েন জাকির হাসান (১)। তাকে ফেরাতে অবশ্য রিভিউ নিতে হয়েছে আফগানদের। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।


এরপর মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত জুটি গড়েন। ওয়ানডে স্টাইল ব্যাটিংয়ে ৫৮ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ২০.১ ওভারে বাংলাদেশের স্কোর তিন অঙ্ক স্পর্শ করে। শান্ত-জয়ের জুটিও এক শ ছাড়ায়। ১ উইকেটে ১১৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতির পর শান্ত আরো দুর্দান্ত ব্যাটিং শুরু করেন। মাহমুদুলও উইকেট আঁকড়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। অসাধারণ টেস্ট মেজাজের ব্যাটিংয়ে এই তরুণ ওপেনার ১০২ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। শান্ত তখন ৯৮* রানে অপরাজিত। বাকি দুই রান পেতে অনেকটা সময় নেন। ড্রিংকসের পর বাঁহাতি স্পিনার আমির হামজার বলটি কভারে ঠেলে দিয়েই ৯৯ থেকে ম্যাজিক ফিগারে পৌঁছে যান শান্ত। ১১৮ বলে সেঞ্চুরি ছুঁতে তিনি হাঁকান ১৮টি বাউন্ডারি। রহমত শাহর করা ৪১তম ওভারে শান্তর ব্যাট থেকেই আসে ইনিংসের প্রথম ছক্কা। স্কোর ছাড়িয়ে যায় দুই শ। দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি ভাঙে মাহমুদুলের বিদায়ে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে রহমত শাহর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন ১৩৭ বলে ৯ চারে ৭৬ রান করা মাহমুদুল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫