চট্টগ্রামে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত

হোসেন বাবলা, চট্টগ্রাম:-
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, “মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগত মান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃত বিধায় এখানের প্রশিক্ষণের মান ধরে রাখতে হলে এর গুণগত মান অব্যাহত রাখতে হবে।
সিনিয়র সচিব মঙ্গলবার (২২জুলাই) ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামে পাসিং আউট –২০২৫ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৭ তম ব্যাচ ও মাদারীপুরের ১৬ তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জনের প্রতিটি ক্ষেত্রে যারা আত্মদান করেছেন তাঁদের বিশেষভাবে স্মরণ করেন ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে বীর শহীদদের, গভীর শ্রদ্ধা ও স্মরণে যারা জীবনকে তুচ্ছ করে বৈষম্য বিলোপ ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং আহত হয়েছেন, তাদেরকে। তিনি মাইলস্টোন স্কুল ও কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য মহান সৃষ্টিকর্তার অনুকম্পা প্রার্থনা করেন।
সিনিয়র সচিব আরো বলেন, এই ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত রেটিংগণের মধ্যে হতে বহু সংখ্যক নাবিক প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাপ্টেন, চীফ ইঞ্জিনিয়ার, চীফ অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, থার্ড ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে দক্ষতার সাথে পেশায় কাজ করে যাচ্ছেন। তিনি বলেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণের গনগতমান অবশ্যই বজায় রাখার বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছেন।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ,ক্যাপ্টেন আতাউর রহমান এবং ,ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌ. মোহাম্মদ শহিদউল্লাহ সভাপতিত্বে কমডোর মোঃ শফিউল বারী বিশেষ অতিথিরি বক্তৃতা করেন।
এ অনুষ্ঠানে দেশের সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশী ও বিদেশী জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধিগণ, শিক্ষক– শিক্ষার্থী সরকারি কর্মকর্তা ও গার্ডিয়ানসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৭ তম ব্যাচ ও মাদারীপুরের ১৬ তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে মোট ৩০৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, সিনিয়র সচিব শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫