ঈদের আগে ঢাকা ছাড়ছে মানুষ: সড়ক-রেল-নৌ-আকাশ পথে যাত্রীর ভিড়

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারের সদস্যদের সাথে ঈদ উৎসব উদযাপন করতে লাখো মানুষ ঢাকা ছাড়ছেন। সড়ক, রেল, নৌ ও আকাশপথে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় দুর্ভোগ নেই। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই ঘরমুখো মানুষের ভিড়: বাস: মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে যাত্রীর চাপ ছিল। ঘরমুখো মানুষের চাপ দেখা যায় সায়েদাবাদ বাস টার্মিনালে। গাবতলী বাস টার্মিনালে ভিড় কম ছিল। সব রুটের বাসে টিকিটের দাম বেশি নেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ট্রেন: গত বৃহস্পতিবার ট্রেনে আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা শুরু হলেও গতকাল শুক্রবার সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছে। কমলাপুর রেলস্টেশনে যাত্রীর উপচে পড়া ভিড় ছিল না। টিকিট ছাড়া কেউ প্ল্যাটফরমে ঢুকতে পারছে না। ট্রেন বিলম্বে ছাড়ার অভিযোগ রয়েছে। লঞ্চ: সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দক্ষিণাঞ্চলগামী ঘরমুখো মানুষের ভিড়। অনেকেই টার্মিনালে এসে টিকিট কেটে লঞ্চে চড়েছেন। বিমান: ঈদে এখন উড়োজাহাজেরও যাত্রীদের যাতায়াত বেড়েছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৪০টি ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একইসঙ্গে ১ থেকে ২০ রমজান পর্যন্ত বিভিন্ন অভ্যন্তরীণ রুটে মূল ভাড়ার ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ট্রেনের সকল টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রেন বিলম্বের কারণ সমাধানের চেষ্টা করা হচ্ছে। লঞ্চ টার্মিনালে যাত্রীদের সুবিধার্থে টিকিট বিক্রি ও লঞ্চ যাত্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিমানবন্দরে টিকেট চেকিং ও যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫