|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৩:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৪ ০৮:২৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালমন্দ


কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালমন্দ


ঢাকা প্রেস,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-

 

অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় বিপাকে পড়েন এক চালক। হতাশাগ্রস্ত হয়ে তিনি চোরকে উদ্দেশ্য করে মাইক ভাড়া করে প্রকাশ্যে গালমন্দ করেন।
 

ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ ডিসেম্বর) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও গ্রামে। ভুক্তভোগী অটোরিকশা চালকের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার ছেলে।
 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
 

অটোচালক হৃদয় মিয়া জানান, "আমার সংসারে ৭ জন সদস্য। ভাড়া করা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ২১ ডিসেম্বর রাতে আমার অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। এরপর থেকে ব্যাটারি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো পাইনি। অটো না চালিয়েও প্রতিদিন ৫০০ টাকা ভাড়া দিতে হচ্ছে, এতে আমি বিপদে পড়ে গেছি। সংসারের বাজারও করতে পারছি না। তাই বাধ্য হয়ে মাইক ভাড়া করে চোরকে গালাগাল দিয়েছি। বুঝতে পারছি না কী করবো, খুব কষ্টে আছি।"
 

এ ব্যাপারে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, "আমরা তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। ব্যাটারি উদ্ধারে আমরাও চেষ্টা করছি।"
 

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক চাঁন বলেন, "ব্যাটারি চুরি হওয়া নিঃসন্দেহে দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সমাজে অস্বস্তি তৈরি করেছে। গরিব মানুষ হিসেবে দুঃখের কারণেই এমনটা করেছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫