|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

ময়মনসিলহে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবী গ্রেফতার ০১


ময়মনসিলহে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবী গ্রেফতার ০১


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক একটি বিশেষ রেইডিং টীম গঠন করা হয় ময়মনসিংহ সদরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য। এই অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুনমুন নাহার আশা।


১৫মার্চ  শনিবার এই অভিয়ান পরিচালিত হয়।


আজকের অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়, যার কাছে গাঁজা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় আদালতে উপস্থাপন করা হয়।

 

এ প্রসঙ্গে, পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির প্রসিকিউশন দাখিল করেন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আসামীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে বর্তমানে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে, যাতে ময়মনসিংহ জেলা মাদকমুক্ত থাকে। মাদক মুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫