গাজীপুরে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন

গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সাবেক এমপি চয়ন ইসলাম বেশ কিছুদিন ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার এক ৬ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে আত্মগোপন করে ছিলেন। এই ভবনটি মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন।
রাত সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ওই ভবনটি ঘেরাও করে। এরপর বাড়ির চার তলার একটি ফ্ল্যাট থেকে সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত চয়ন ইসলামের বিরুদ্ধে আরও অপরাধী বা মামলার আসামি থাকতে পারে বলে সন্দেহ করে পুলিশ বাড়িটিতে নতুন করে অভিযান চালায়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫