পশ্চিমবঙ্গের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি, তৃণমূলের চমকপ্রদ বিজয়

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে বিজেপি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে, অপরদিকে তৃণমূল কংগ্রেস ব্যাপক জয় লাভ করেছে। রাজ্যের ৬টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছে, আর বিজেপি একটিও আসন ধরে রাখতে পারেনি।
শনিবার (২৩ নভেম্বর) ভোটের ফলাফল প্রকাশের পর এই ফলাফল দেখা যায়। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আরজি কর কাণ্ডের পর মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে প্রবল আন্দোলন হয়েছিল, তবে তার প্রভাব নির্বাচনে পড়েনি। বিজেপি এই নির্বাচনে কোনো সুবিধা পায়নি। এমনকি, রাজ্যের একমাত্র বিজেপি-নিয়ন্ত্রিত আসনও হারিয়েছে তারা।
বিধানসভা নির্বাচনের পর মাদারিহাট আসনটি বিজেপি ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। তবে ফলাফল ঘোষণার পর দেখা গেছে, তৃণমূল কংগ্রেস সেখানে জয়লাভ করেছে।
এদিকে, হাড়োয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে ছিলেন। এই একমাত্র আসনেই বামপন্থি প্রার্থীরা জামানত রক্ষা করতে সক্ষম হয়েছে। বাকি ৫টি আসনে বামপন্থি প্রার্থীরা জামানত হারিয়েছে।
কংগ্রেস আলাদা করে লড়াই করেও ছয়টি আসনেই জামানত হারিয়েছে। তবে ইতিহাস গড়ে, আলিপুরদুয়ার আসনে প্রথমবারের মতো জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।
১৩ নভেম্বর, ২০২৪-এ পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে, ৫টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং ১টি আসন ছিল বিজেপির দখলে। এবার সেই একটিও বিজেপি হারিয়ে তৃণমূলের কাছে চলে গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাদারিহাট আসনে তৃণমূল কংগ্রেস ২৮,১৬৮ ভোটে জয়ী হয়েছে এবং তাদের ভোট শতাংশ ৫৪.০৫%। কোচবিহারের সিতাই আসনে তৃণমূল ১,৩০,৬৩৬ ভোট পেয়ে ৭৬.০৮% ভোট অর্জন করেছে। মেদিনীপুরে তৃণমূল ৩৩,৯৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, তাদের ভোট শতাংশ ৫৩.৪৪%।
হাড়োয়া আসনে তৃণমূল কংগ্রেস ১,৩১,৩৮৮ ভোটে জয়ী হয়েছে, যা ৭৬.৬৩% ভোট। তালড্যাংরা ও নৈহাটিতেও তৃণমূল জয়লাভ করেছে যথাক্রমে ৫২.০৭% ও ৬২.৯৭% ভোট নিয়ে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫