|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুলাই ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ

বন্যায় পানিবন্দি হাজারও শিক্ষাপ্রতিষ্ঠান, দুশ্চিন্তায় অভিভাবকরা:


বন্যায় পানিবন্দি হাজারও শিক্ষাপ্রতিষ্ঠান, দুশ্চিন্তায় অভিভাবকরা:


ঢাকা প্রেস নিউজ



বন্যার কবলে পড়েছে দেশের ১০ জেলার মানুষ। বন্যার পানিতে পানিবন্দি হয়েছে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

 

কোন কোন জেলায় কত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: সুনামগঞ্জ: ৫৩৮টি, মৌলভীবাজার: ৯৭টি, গাইবান্ধা: ৬৬টি, হবিগঞ্জ: ৫০টি, বগুড়া: ৪৮টি, টাঙ্গাইল: (সংখ্যা নির্ধারিত নয়), কুড়িগ্রাম: ২০০টিরও বেশি।
 

বর্তমান বন্যা পরিস্থিতি:

উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে আগামী দুই দিন উত্তরের তিস্তা, ধরলা, দুধকুমার এবং উত্তর-পশ্চিমের ব্রহ্মপুত্র-যমুনা-সংলগ্ন নিম্নাঞ্চলে ঝুঁকি বেশি থাকবে। সিলেটে বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবে এখনও ১০১টি ইউনিয়ন বন্যাকবলিত। টাঙ্গাইলে যমুনা ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার উপরে।কুড়িগ্রামে বন্যার পানিতে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
 

 

আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫