কামরাঙ্গীরচরবাসীর ক্ষতি হবে না, নিশ্চিত করেছেন কামরুল ইসলাম
ঢাকা প্রেস নিউজ
ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ঘোষণা করেছেন যে, কামরাঙ্গীরচরবাসীর ক্ষতি করে কোন প্রকল্পই বাস্তবায়িত করা হবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস কামালের সাথে আলোচনার পর তিনি এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন।
কামরুল ইসলামের বক্তব্য:
কামরাঙ্গীরচরের মানুষের উদ্বেগের বিষয়টি মেয়র তাপসের কাছে জানানো হয়েছে। মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন যে, স্থানীয়দের অসন্তোষ বা ক্ষতি করে কোন কাজ করা হবে না। চলমান জরিপ-সার্ভে বন্ধ থাকবে। আন্দোলনের কোন প্রয়োজন নেই।
সভায় আরো উপস্থিত ছিলেন: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম চৌধুরী। ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন। ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম। কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার (সভাপতিত্ব)। কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সোলায়মান মাতবর (সঞ্চালনা)।
উল্লেখ্য: এই প্রতিশ্রুতি কামরাঙ্গীরচরবাসীর মনে আশা জাগিয়েছে। স্থানীয়রা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫