|
প্রিন্টের সময়কালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০১:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০২:১০ অপরাহ্ণ

বিমান তল্লাশিতে বোমার হুমকি মিথ্যা প্রমাণিত


বিমান তল্লাশিতে বোমার হুমকি মিথ্যা প্রমাণিত


ঢাকা প্রেস নিউজ

 

ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমার হুমকির পর চালানো তল্লাশিতে কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
 

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি বলেন, "সম্পূর্ণ বিমান এবং যাত্রীদের সব ব্যাগেজ পরীক্ষা করে কোনো বোমা বা বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। তল্লাশি সম্পন্ন হয়েছে। হুমকি ও তল্লাশির বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে।"
 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, "আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী, তা আজ প্রমাণিত হয়েছে। আমাদের প্রতিটি সদস্য সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।"
 

তিনি আরও বলেন, "এ ধরনের হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিই। যদিও কিছু পাওয়া যায়নি, আমরা প্রতিটি তথ্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি। নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করি।"
 

উল্লেখ্য, এদিন সকালে বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিক সতর্কতা জারি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫