|
প্রিন্টের সময়কালঃ ০৬ মার্চ ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মার্চ ২০২৫ ০৩:১৭ অপরাহ্ণ

খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা


খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা


রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খাইরুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার, এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
 

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

এ বিষয়ে জানা গেছে, দুদকের উপপরিচালক মোজাম্মিল হক খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করে।
 

অভিযোগে বলা হয়েছে, খাইরুজ্জামান লিটন এবং ছয়টি সংসদীয় আসনের সাবেক আট সংসদ সদস্যের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করে আত্মগোপন করার অভিযোগের অনুসন্ধান চলছে। এই অনুসন্ধান চলাকালীন গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে যে, খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।
 

অভিযোগ অনুসারে, খাইরুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার দেশের বাইরে পালিয়ে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার ফলে অনুসন্ধান কাজ বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে, তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫