প্রথমবারের মতো ‘কান চলচ্চিত্র উৎসবে’ ম্রুনাল ঠাকুর

বেশ ফুরফুরে মেজাজেই আছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি তার চলচ্চিত্র ‘সীতা রামাম’ দিয়ে দর্শক-হৃদয় জয় করেছেন অভিনেত্রী। হাতে রয়েছে বেশ কিছু বিগ বাজেটের চলচ্চিত্র। এবার প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবেও যোগ দিতে যাচ্ছেন ম্রুনাল।
জানা গেছে, ম্রুনাল ঠাকুর এবারের কান ফিল্ম ফেস্টিভালে নিজের গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে সারা বিশ্বের দর্শক এবং ভক্তদের মুগ্ধ করবেন। ১৭ থেকে ১৯ মে পর্যন্ত চলমান এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দেওয়ার জন্য প্রস্তুত তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় কান ফেস্টিভালে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। তার ক্যারিয়ারে এই বড় অর্জনটি সম্পর্কে বেশ রোমাঞ্চিত ম্রুনাল। তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছি। এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফরমে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের। আমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আলাপচারিতা করার নতুন সুযোগগুলো অন্বেষণ করার এবং প্রদর্শনের জন্য উন্মুখ। বিশ্বের দরবারে আমি জানাতে চাই যে ভারতীয় সিনেমা অনেক প্রতিভার জোগান দিতে পারে।’
ম্রুনাল ঠাকুর ছাড়াও এ বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে এষা গুপ্তা, আনুশকা শর্মা, সারা আলি খান, মানুসী চিল্লারসহ একাধিক ভারতীয় অভিনেত্রী প্রথমবারের মতো কান উৎসবে যোগ দিতে যাচ্ছেন।
ম্রুনালকে সর্বশেষ দেখা গেছে আদিত্য রায় কাপুরের সঙ্গে ‘গুমরাহ’ চলচ্চিত্রে। অভিনেত্রীকে পরবর্তী সময়ে দেখা যাবে অঙ্গদ বেদির বিপরীতে ‘লাস্ট স্টোরিজ ২’-এ। এ ছাড়া দক্ষিণের বিগ বাজেটের চলচ্চিত্রও হাতে রয়েছে ম্রুনালের।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫