এনসিপির জেলা-উপজেলা আহ্বায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়সসীমা ৪০ বছর নির্ধারণ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের তৃতীয় সাধারণ সভায় দলের আগামী দিনের কর্মপন্থা, অঞ্চলভিত্তিক সাংগঠনিক কাঠামো এবং সংস্কারমূলক নানা প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা করেছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে আহ্বায়ক পদে মনোনয়নের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ৪০ বছর হতে হবে।
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ প্রায় ৯ ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন।
সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অঞ্চলভিত্তিক সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা, সংস্কার প্রস্তাব প্রণয়ন, গণপরিষদ নির্বাচনের দাবি এবং আওয়ামী লীগের ‘গণহত্যা’র বিচার দাবিতে কর্মসূচি গ্রহণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করা হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলা ও ভারতের ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদ এবং দেশে চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সরকারের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রয়োজনীয় সাংগঠনিক নীতিমালা প্রস্তাব করেন। প্রস্তাব অনুযায়ী, দেশের ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করা হবে। জেলা কমিটিতে সদস্য সংখ্যা ৩১ থেকে ৫১ এবং উপজেলা কমিটিতে ২১ থেকে ৪১ জন হবে। প্রতিটি কমিটিতে আহ্বায়ক হতে অবশ্যই বয়সসীমা ৪০ বছর পূর্ণ হতে হবে।
এছাড়া, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে দলীয় কিছু নেতা-কর্মীর শৃঙ্খলাবিরোধী আচরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে একটি ‘শৃঙ্খলা ও তদন্ত’ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী রোববার।
সভায় আরও জানানো হয়, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে চলতি সপ্তাহে এনসিপির ঢাকা মহানগর শাখা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫