সাজেক থেকে ফিরছেন আটকে থাকা পর্যটকরা

খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কটি স্বাভাবিক হয়েছে, যার ফলে সাজেক থেকে পর্যটকবাহী যানবাহন চলাচল করতে পারছে।বৃহস্পতিবার সকালে পানি নেমে যাওয়ার পর সেনাবাহিনী ও সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা রাস্তা থেকে ধসে পড়া গাছপালা ও মাটি সরিয়ে ফেলে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
মঙ্গলবার (৮ই আগস্ট) ও বুধবার (৯ই আগস্ট) টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে যাওয়ায় প্রায় ৪৭৫ জন পর্যটক সাজেকে আটকা পড়েছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫