|
প্রিন্টের সময়কালঃ ০২ জুলাই ২০২৫ ০৪:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৫ ০৫:৪২ অপরাহ্ণ

ফেসবুকের প্রেমের ফাঁদে কলেজছাত্রী, চলনবিলে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার


ফেসবুকের প্রেমের ফাঁদে কলেজছাত্রী, চলনবিলে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার


তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক কলেজছাত্রী (১৯) ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাড়াশ উপজেলার এক যুবকের সঙ্গে। সেই প্রেমিকের ডাকে সাড়া দিয়ে চলনবিলে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তিনি।
 

ঘটনাটি ঘটে গত ২১ জুন (শনিবার) তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে চলনবিল এলাকায়। ঘটনার ছয় দিন পর, ২৭ জুন (শুক্রবার) ভুক্তভোগী কলেজছাত্রী তাড়াশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে প্রেমিক আরিফ হোসেনকে।
 

আরিফ হোসেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা।
 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ফেসবুকে কলেজছাত্রীটির সঙ্গে আরিফ হোসেনের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২১ জুন আরিফ তাকে চলনবিলের ৯ নম্বর ব্রিজ এলাকায় ঘুরতে আসার আমন্ত্রণ জানান। প্রেমিকের কথামতো কলেজছাত্রী নির্ধারিত স্থানে পৌঁছালে, আরিফ তাকে নিয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।
 

একপর্যায়ে আরিফ তাকে চরহামকুড়িয়া গ্রামের এক বৃদ্ধার বাড়িতে নিয়ে যান এবং সেখানেই ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী কান্নাকাটি করলে আরিফ কৌশলে পালিয়ে যান। পরে তাকে খুঁজে না পেয়ে কলেজছাত্রী ২৭ জুন থানায় মামলা দায়ের করেন।
 

পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫