|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৪ ০২:১৩ অপরাহ্ণ

আজ ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী


আজ ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী


ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোরিয়ার রাষ্ট্রদূত ছাড়াও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

 

আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার পাশাপাশি এদেশের জনগণের উন্নয়নে কিভাবে কোরিয়ার সঙ্গে কাজ করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় কোরিয়া কেমন ভূমিকা রাখবে এবং বাংলাদেশ থেকে কোরিয়ায় দক্ষ শ্রমিক পাঠানো যায় এ নিয়ে কথা হয়েছে।

 

বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে দক্ষিণ কোরিয়া একসঙ্গে কাজ করবে বলে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতো বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিকভাবে কাজ করবে দক্ষিণ কোরিয়া। তিনি আরও বলেন, অন্যান্য বিদেশি শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশি শ্রমিকরাও দক্ষিণ কোরিয়ার সব উন্নয়নে কাজ করছে। বাংলাদেশের জনগণের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫