|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৪ ০৫:৫৯ অপরাহ্ণ

সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের নৌবাহিনী প্রধান


সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের নৌবাহিনী প্রধান


ঢাকা প্রেস
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাথি। আজ সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।
 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন। ভারতীয় নৌবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণের জন্য অভিনন্দন জানান।
 

এছাড়াও, সাক্ষাৎকালে তারা:

দুই দেশের বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আঞ্চলিক সমুদ্র নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। পারস্পরিক প্রশিক্ষণ ও নৌ-অভিযানে অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
 

জেনারেল ওয়াকার-উজ-জামান, ভারতীয় নৌবাহিনী প্রধানকে তার সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জানান।
 

উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনী প্রধান চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে গত ৩০ জুন ঢাকায় আসেন। তারা আগামী ৫ জুলাই ভারতে ফিরে যাবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫