ময়মনসিংহে ৫দিনব্যাপী নিউজ প্রেজেন্টেশন কোর্স শুরু
ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহে ৫দিনব্যাপী নিউজ প্রেজেন্টেশন কোর্সের আয়োজন করেছে গণমাধ্যম গবেষণা উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অভ মাস কমিউনিকেশন, মিডিয়া স্টাডিজ এন্ড রিসার্চ (আইএমসিএমএসআর)।
নগরীর মেট্রোপলিটন কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বিবদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের অধীন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।
আইএমসিএমএসআর-এর প্রধান সমন্বয়ক এবং কোর্স এডিটর স্বাধীন চৌধুরীর সভাপতিত্বে মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাদেক রনি আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন।
আইএমসিএমএসআর এর সমন্বয়ক এবং কোর্স কোর্ডিনেটর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইমরান হাসান শিমুল প্রথম সেশন পরিচালনা করেন। ১৮ জন পেশাদার এবং শিক্ষানবীশ সংবাদকর্মী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫