যশোর-নড়াইল মহাসড়কে গাছ কাটা নিয়ে হাইকোর্টের স্থিতাবস্থা আদেশ:

ঢাকা প্রেসঃ
যশোর-নড়াইল মহাসড়কে ছয় লেন প্রকল্পে টেন্ডার আহ্বান না করা পর্যন্ত সব ধরনের গাছ না কাটার ওপর স্থিতাবস্থা (স্টাটাসকো) দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
যশোর-নড়াইল মহাসড়কের ছয় লেন প্রকল্পের জন্য গাছ কাটা স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে, হাইকোর্ট টেন্ডার আহ্বান না করা পর্যন্ত এই নির্দেশনা বহাল রাখবে, জনস্বার্থে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ, সঞ্জয় মণ্ডল ও সেলিম রেজা শুনানি করেন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এবং সড়ক বিভাগের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম জহিরুল ইসলাম, আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালত ছয় লেন সড়ক নির্মাণে বর্তমানে রাস্তার পাশে থাকা গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, টেন্ডার আহ্বানের পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আদালত নির্দেশ দিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫