|
প্রিন্টের সময়কালঃ ১১ নভেম্বর ২০২৫ ০৬:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

পতেঙ্গায় লালদিয়ার চর কনটেইনার ইয়ার্ড উদ্বোধন চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা


পতেঙ্গায় লালদিয়ার চর কনটেইনার ইয়ার্ড উদ্বোধন চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা


হোসেন বাবলা-চট্টগ্রাম:

 


 

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে বিদেশি ব্যবস্থাপনা গ্রহণ করা সময়ের দাবি।
 

সোমবার (১০ নভেম্বর) সকালে নগরীর পতেঙ্গায় লালদিয়ার চর কনটেইনার ইয়ার্ডের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামানসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দরকে আরও এগিয়ে নিতে প্রযুক্তি, অর্থ ও দক্ষতার সমন্বয় প্রয়োজন। বন্দরকে ঘিরে চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে পারে। বিশ্বের অধিকাংশ উন্নত দেশের বন্দর বিদেশি অপারেটরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরাও পিছিয়ে থাকতে চাই না। লালদিয়ার চর টার্মিনাল ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ তৈরি করবে—এখানে প্রায় ১০ হাজার কনটেইনার রাখার সক্ষমতা বৃদ্ধি পাবে।”
 

তিনি আরও জানান, “১৪ একর জায়গাজুড়ে নির্মিত এই টার্মিনালে ১,৫০০ ট্রাক রাখার সুযোগ থাকবে। হেভি লিফট কার্গো জেটির ব্যাকআপ এলাকা হবে ৮ একর এবং এপিএম টার্মিনালের আয়তন ১০ একর।”
 

বন্দরের ট্যারিফ বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা বলেন, “ট্যারিফ বাড়ানোর আগে আমরা ব্যবসায়ী, শ্রমিকসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেছি। ১৯৮৪ সালের ট্যারিফ অনুযায়ী গত ৪০ বছর ধরে বন্দর পরিচালিত হচ্ছিল। এখন সময় এসেছে তা হালনাগাদ করার। তবুও যদি ব্যবসায়ীদের কোনো যৌক্তিক অভিযোগ থাকে, আমরা বন্দর কর্তৃপক্ষকে তা পর্যালোচনার অনুরোধ জানাব।”
 

এ সময় উপদেষ্টা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল, তালতলা কনটেইনার ইয়ার্ড (ইস্ট কলোনি সংলগ্ন) উদ্বোধন করেন এবং এক্সওয়াই শেড ও কাস্টমস অকশন শেড পরিদর্শন করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫