শিক্ষার্থীর আত্মহত্যা চাচার অনৈতিক প্রস্তাব মানতে না পেরে

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মাদরাসা শিক্ষার্থী চিরকুট লিখে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। নিহত জাহানারা খাতুন (১৩) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের আব্দুল মালেক শেখের মেয়ে এবং ডুমড়াই ইসলামিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) ওই কিশোরী এক চিরকুট লিখে গ্যাস ট্যাবলেট খায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া সজিমেক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সন্ধ্যায় সে মারা যায়। সোমবার (১২ জুন) সকালে জাহানারার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। আত্মহত্যার আগে সে তার মাকে উদ্দেশ্য করে চিরকুটে লিখে গেছে।
সেখানে সে লিখে গেছে, মা শোন, আমার মৃত্যুর জন্য মুসার ছেলে ফরিদুল কাকা দায়ী। মূলত ফরিদুল তার চাচা হওয়ায় সে অনৈতিক কর্মকাণ্ডের কথা বলাটা মেনে না নিতে পারেনি। এ ঘটনায় তার চাচি সাবিনা বেগম জানান, ফরিদুলের কারণেই আমার ভাতিজির মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।
আবেগাপ্লুত হয়ে নিহত মাদরাসা শিক্ষার্থীর দাদা সোলেমান আলী জানান, আমার নাতিন মারা গেছে। যার জন্য মারা গেছে তার বিচার চাই। এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি করেন। এ বিষয়ে ফরিদুল ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আত্মহত্যা করা মাদরাসা শিক্ষার্থীর সুরতহাল রিপোর্ট বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমাদের থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫