সাকিব জিতলেন পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে

ক্রিকেট মাঠের ক্যাপ্টেন এখন রাজনীতির মাঠেও চ্যাম্পিয়ন। মাগুরা-১ আসনে পৌনে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাকিব আল হাসান।
রোববার রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডাব মার্কা নিয়ে নির্বাচন করা অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫৯৭৩ ভোট।
মাগুরা-১ এ মোট ভোটকেন্দ্র ছিল ১৫২টি।
এরআগে দিনভর বেশ উৎসবমুখর পরিবেশে ভোট হয় মাগুরায়। সকাল সকাল নিজের ভোট দেন সাকিব।
পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। সে সময় সকলকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান তিনি।
তানজিম হাসান সাকিব
মাগুরা
বাংলাদেশ আওয়ামী লীগ
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫