অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত, তবে সুস্থ আছেন

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে তিনি সচিবালয়ে আসছেন না। তবে তিনি ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।
ঢাকা প্রেসঃ
১৫ মে ২০২৪: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং বাসা থেকেই কার্যক্রম পরিচালনা করছেন।
বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেছিলেন অর্থমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত সোমবার ও মঙ্গলবার বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী। গণভবনে প্রবেশের সময় করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
কোনো উপসর্গ না থাকা সত্ত্বেও অর্থমন্ত্রী করোনা পরীক্ষা করান। পরীক্ষায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন।
এই কারণে তিনি অনলাইনে প্রধানমন্ত্রীর সাথে বাজেট বৈঠকে যোগদান করেন।
বর্তমানে অর্থমন্ত্রী বাসা থেকেই সকল কার্যক্রম পরিচালনা করছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫