|
প্রিন্টের সময়কালঃ ১৬ জুলাই ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ মে ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ণ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ চারজনের ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন


শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ চারজনের ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী (৬১) সহ চারজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় রিমান্ডের এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ। রিমান্ড আবেদনকৃত অপর তিন আসামি হলেন—আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ (৫৩), এম এ এস শরিফ (২৫) ও মো. আরাফাত ইবনে মাসুদ (৪৩)।
 

আবেদনে বলা হয়, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে এবং তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। তারা কুখ্যাত ‘সেভেন স্টার গ্রুপ’ সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন। খুন, ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুব্রত বাইন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তোলেন।
 

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত এসব আসামি কারাগার থেকে মুক্তি পেয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
 

গতকাল মঙ্গলবার (২৭ মে) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আসামি এম এ এস শরিফের হাতিরঝিলের বাসায় তারা নিয়মিত বৈঠক করতেন এবং সেখানে অস্ত্র, গুলি ও অপরাধ সংঘটনের বিভিন্ন সরঞ্জাম মজুত রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন বিকেলে নতুন রাস্তা এলাকা থেকে এম এ এস শরিফ ও আরাফাত ইবনে নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ।
 

তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য এবং মামলার সঙ্গে সরাসরি জড়িত। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা এবং অস্ত্র উদ্ধার করা সম্ভব হতে পারে। এছাড়া তারা জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ড প্রয়োজন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫