তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মানহানির মামলা

ঢাকা প্রেস নিউজ
লালমনিরহাটের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। তিনি জুলাই গণহত্যা এবং নিহত আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সম্প্রতি সাময়িক বরখাস্ত হয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর), গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ মামলা করেন। মামলার আবেদনে উল্লেখ করা হয়, ঊর্মি শুধু আবু সাঈদকে নয়, বরং সরকার এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য করেছেন। তার এই বক্তব্য জনমনে ভীতি সৃষ্টি করেছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ঊর্মি ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এ ঘটনায় সরকার প্রথমে তাকে ওএসডি করে এবং পরে সাময়িক বরখাস্ত করে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫