|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৪:১৪ অপরাহ্ণ

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু


কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু


ঢাকা প্রেস
মোঃ হারুনুর রশিদ শাকিল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক হান্নান আলীকে (৪১) আটক করেছে রৌমারী থানা পুলিশ।

 

নিহত ঠিকাদার মোয়াজ্জেম হোসেন রৌমারী সদর ইউনিয়নের রৌমারী বাজার পাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার মৃত বখতিয়ার হোসেনের ছেলে ও আটক চালক হান্নান আলী রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া এলাকার সাদেক মন্ডলের ছেলে।

 

নিহতের ছেলে আশিকুর রহমান বাবু জানান, দুপুর ১২টার দিকে রৌমারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোয়াজ্জেম হোসেন। এ সময় তাকে সামনে থেকে ধাক্কায় দেয় ট্রাকটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক শুভ বলেন, ট্রাকের ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন মোয়াজ্জেম হোসেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চালক হান্নান আলীকে ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫