|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ণ

সোহেল তাজ: কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি


সোহেল তাজ: কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি


ঢাকা প্রেস নিউজ
 

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। তার পোস্টটি আরটিভি অনলাইন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

"বিজয়ের মাস ডিসেম্বর— লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করেছি, যাতে কোনো বিদেশি বা প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার উদ্দেশ্য ছিল না। আজ যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশনে হামলা করছে, তাদেরকে বলবো— এটা এখনই বন্ধ করুন।
 

আমরা সবার সাথে সুসম্পর্ক চাই, কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা রক্ষা করে এবং সমতার ভিত্তিতে। আর যদি তা না হয়, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রগুলো প্রতিহত করবে এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবে।
 

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, যিনি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার পর বলেছিলেন: 'বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি, তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন, সার্বভৌম একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে আমাদের উপযুক্ত স্থান প্রাপ্য।'"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫