ধূমপান নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তাকিম রিংকু (৬২) কে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, সোমবার তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সোমবার দুপুরে মোহাম্মদপুর থানা এলাকা থেকে রিংকুকে আটক করা হয় এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা হলে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গত ১ মার্চ সন্ধ্যায় লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে এক চায়ের দোকানে ধূমপান করছিলেন দুই তরুণী। এসময় রিংকু ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের ধূমপান করতে নিষেধ করেন। এতে বাকবিতণ্ডা শুরু হলে তিনি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে আশেপাশের শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫