|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৫:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৪ ০৬:২১ অপরাহ্ণ

পাটের চা শিগগিরই বাজারে!


পাটের চা শিগগিরই বাজারে!


ঢাকা প্রেস নিউজ


প্রধানমন্ত্রীর নির্দেশে আবিষ্কৃত 'রোজেলা টি' ও 'পাট পাতার চা'

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, পাটের পাতা দিয়ে তৈরি 'রোজেলা টি' ও 'পাট পাতার চা' শিগগিরই বাজারে আসবে। বুধবার (৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 

পাটমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই দুটি চা আবিষ্কার করা হয়েছে। 'রোজেলা টি'-তে অনেক গুণাবলী রয়েছে বলে তিনি জানান।
 

আশা করা হচ্ছে, খুব দ্রুতই এই চাগুলো বাজারজাত করা যাবে। পাটের ব্যাগের বিকল্প হিসেবে 'সোনালি ব্যাগ' নামে আরেকটি নতুন পণ্যও আবিষ্কার করা হয়েছে।
 

পলিথিনের বিকল্প হিসেবে পাট গবেষণা ইনস্টিটিউট আরও নতুন কিছু আবিষ্কার করছে বলে জানিয়েছেন মন্ত্রী।
 

পরিবেশের ক্ষতি রোধে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেছেন, চাল, ডাল, আলু, পেঁয়াজসহ ৮২টি পণ্য বহনের জন্য পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
 

এই পদক্ষেপগুলো পাটের ব্যবহার বৃদ্ধি করবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫