|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ণ

ভোলায় ডেভিল হান্ট অভিযানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  কমান্ডার সহ গ্রেফতার -২


ভোলায় ডেভিল হান্ট অভিযানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  কমান্ডার সহ গ্রেফতার -২


জহিরুল ইসলাম লিটন, বিশেষ প্রতিনিধি (ভোলা):-



যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ভোলা জেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ গ্রেফতার  করা হয়েছে।

এসময় তার ছোট ভাই ভোলা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনকেও বাসা থেকে গ্রেপ্তার করেছে  যৌথবাহিনী। তারা দু'জনই ভোলা পৌর সভার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন মিয়ার ছেলে।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী)মধ্যরাতে অপারেশন ডেভিল হান্টের আওতায় নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে ভোলা পৌর সভার কালিবাড়ী রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় কোস্টগার্ড,র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন - র‍্যাব ও পুলিশ অভিযানে অংশ নেয়।

আটকৃত ব্যক্তিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় যৌথ বাহিনী।

দুপুরে তাদের দুইজনকে   আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক এমপি হাফিজ ইব্রাহীর উপর হামলাসহদেশকে অস্থিতিশীল করার প্রস্তুতি সহ নানা অভিযোগে দোস্ত মাহমুদ ও তার ভাই হেলাল উদ্দিন কে গ্রেফতার  করা হয়।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে একযোগে এই অভিযান শুরু হয়। 

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫