মির্জা ফখরুল দেশে ফিরেছেন

ঢাকা প্রেস নিউজ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, যেখানে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মির্জা ফখরুল বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর তিনি তার স্ত্রীর চিকিৎসা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে যান। সেখানে অবস্থানকালে তিনি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫