স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তাঁর স্ত্রী সাবেক এমপি মমতাজ অলির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলির গণমাধ্যম উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক জানান, ড. অলি আহমদ পরিবারের সদস্যদের নিয়ে ১৯ জুলাই চট্টগ্রাম ও রাঙামাটি সফরে যান। সফরের পরদিন, ২০ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে মমতাজ অলি একটি স্পিডবোটে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান এবং গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতেই তাঁকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ২৩ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘণ্টার জটিল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ড. কর্নেল অলি আহমদ স্ত্রী মমতাজ অলির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি এই দুঃসময়ে যাঁরা খোঁজখবর নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫