চারঘাটে বড়াল পরিদর্শনে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রাকৃতিক উপায়ে বড়াল নদীর প্রাণ ব্যবস্থা ফিরিয়ে আনায় বর্তমান সরকারে লক্ষ্য

মোঃ শফিকুল ইসলাম-চারঘাট (রাজশাহী):-
পানি সম্পদ মন্ত্রালয় ও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রানালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন বর্তমান অর্ন্তবর্তী সরকার সমন্বিত চেষ্টায় প্রাকৃতিক উপায়ে বড়াল নদীর প্রাণ ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন। সোমবার সকালে চারঘাট উপজেলার বড়াল নদীর মোহনায় পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। পরিদর্শনকালে নদীর স্বাভাবিক গতিপথ ঠিক রাখতে ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে চারঘাটের মোহনায় অবস্থিত ¯øুইসগেটটি অপসারন ও নদীর উৎসমুখ খননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে সুষ্ঠ পরিকল্পনা প্রণয়েনর জন্য তাগিদ দেন। এছাড়াও পাবনার আটঘরিয়ায় মৃত প্রায় ১৮ কিমি নদীর পুর্নজীবিত করতে প্রয়োজনী পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।
পানি উন্নয়ন বোর্ড এর একচ্ছোত্র ক্ষমতায় বিগত দিনে নদী রক্ষায় শত শত কোটি টাকার বিভিন্ন প্রকল্প এর কাজ করেছে যা বর্তমানে সম্ভব নয়। তবে নদী রক্ষা কমিশন ও পরিবেশ রক্ষা কমিশনসহ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিত চেষ্টায় ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহন করতে হবে যাতে করে নদীর গতিপথ ও পানি প্রবাহ স্বাভাবিক হয়।
এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ড এর উত্তর-পশ্চিম অঞ্চল এর অতি: প্রধান প্রকৌশলী মকলেসুর রহমান, রাজশাহী পানি উন্নয়ন সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোষ্মামী, নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর, উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,চারঘাট মডেল থানা ওসি মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫