|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০১:২৫ অপরাহ্ণ

চারঘাটে রমাযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।


চারঘাটে রমাযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।


মোঃ শফিকুল ইসলাম (চারঘাট-রাজশাহী):-

 


রাজশাহীর চারঘাট উপ‌জেলা জামায়াতের  উদ্যোগে রমাযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে  গতকাল শুক্রবার বিকেল ৫ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার শাখার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে মিছিল টি চারঘাট পল্লীবিদ্যুৎ মোড় থেকে মন্ত্রীরোড হয়ে চারঘাট বাজারের চৌরাস্থায়  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামারূজ্জামান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাও: মো: শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা, উপজেলা জামায়াতের  সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ তাওহীদি জনতা উপস্থিত ছিলেন। 


উক্ত সভায় অতিথিবৃন্দরা  যথাযথ সম্মানের সাথে রমাযানের পবিত্রতা রক্ষার পাশাপাশি প্রাপ্ত বয়স্ক সকল মুসলিমকে সিয়াম পালনের আহ্বান জানান।প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে রমাযানের সিয়াম পালনে সাধারণ মানুষদের কে সহযোগীতা করুণ। হোটেল  রেস্তোরাঁর মালিকদেরকে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার পাশাপাশি সবাইকে রমাযানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে উক্ত আয়োজনের সার্বিক সাফাল্য কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫