|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মে ২০২৪ ০৭:০৬ অপরাহ্ণ

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী শাখার সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার!


কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী শাখার সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার!


ঢাকা প্রেসঃ  ১৭ মে, ২০২৪: পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে আজ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 

র‍্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান জানিয়েছেন, আকিম বমকে শুক্রবার বিকেলে বান্দরবানের লাইমী পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের দাবি, আকিম বম দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত।
 

এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে র‍্যাব কর্তৃপক্ষ। আকিম বমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫