খাগড়াছড়িতে ৮০০ পিস ইয়াবাসহ জাতীয় পার্টির নেতা আটক

মোহাম্মদ করিম , বিশেষ প্রতিনিধি:-
খাগড়াছড়িতে ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকাসহ জাতীয় পার্টির (এ) নেতা মোশাররফ হোসেন জুয়েল (৩৫) কে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে, হিল কুইন গেস্ট হাউজের নিকটবর্তী স্থান থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটকের পর তার হেফাজতে থাকা একটি স্কুটি তল্লাশি করে সিটের নিচ থেকে *৮০০ পিস ইয়াবা ট্যাবলেট* ও *ইয়াবা বিক্রির ৩৫ হাজার টাকা* উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোশাররফ হোসেন জুয়েল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তি নগরের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন।
তবে এ বিষয়ে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব *খোরশেদ আলম* জানান, "মোশাররফ হোসেন জুয়েল এক সময় দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বটে, তবে তিনি কখনও এমন কোনো সাংগঠনিক পদে ছিলেন না।"
ঘটনার বিষয়ে *খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা* বলেন, "আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫