|
প্রিন্টের সময়কালঃ ০৮ জুলাই ২০২৫ ০৬:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৫ ০৬:০৫ অপরাহ্ণ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ


ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
 

সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়।
 

দুদকের সহকারী পরিচালক মো. নওশাদ আলী আদালতে আবেদনটি করেন। দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 

আবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তিনি সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগ রয়েছে।
 

দুদকের দাবি, হামিদুল হক ব্যাংকে থাকা অর্থ উত্তোলন বা স্থানান্তরের চেষ্টা করছেন বলে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। এই কারণে তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
 

এর আগে গত ২১ এপ্রিল মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে আদালত।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫