|
প্রিন্টের সময়কালঃ ১৯ নভেম্বর ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫২ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আবদুল্লাহ


অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আবদুল্লাহ


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারে বিএনপিসহ একাধিক দল থাকলেও সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে এনসিপিকে।
 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ শীর্ষক তৃতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
 

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি এখন মিডিয়া, ব্যবসায়ী ও মাফিয়া গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে গিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের পরিবর্তে বিশেষ গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে। এভাবে চলতে থাকলে দেশে কখনোই গণতন্ত্র শক্তিশালী হবে না।
 

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, রাজনীতি অবশ্যই রাজনীতিবিদদের হাতে থাকা উচিত। জনগণ এনসিপির কাছ থেকে নতুনত্ব আশা করছে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তবে আমরা তা বিশ্লেষণ করি, ভুল স্বীকার করি এবং সংশোধনের চেষ্টা করি। জনগণের পরামর্শ নিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি গড়ে তুলতে চাই।
 

তিনি অভিযোগ করেন, এনসিপির নেতাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে চরিত্র হননের চেষ্টা চলছে। বিশেষ করে গত ৫ আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের সাক্ষাতের খবর যেভাবে প্রচার করা হয়েছে, তা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, “আমরা মিডিয়া-বিরোধী নই, তবে সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠতা চাই।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫