|
প্রিন্টের সময়কালঃ ১২ জানুয়ারি ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৫:২১ অপরাহ্ণ

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু


জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু


অনলাইন ডেস্ক

 

মিয়ানমারের বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলাচ্ছে। আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলা দায়ের করে। সোমবার থেকে তিন সপ্তাহব্যাপী এই মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে।
 

আইন বিশেষজ্ঞরা মামলার গতিপ্রকৃতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। তাদের মতে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আইসিজেতে মামলা করায়, মিয়ানমারের বিরুদ্ধে আদালতের অবস্থান ভবিষ্যতে সেই মামলার ফলাফলের কিছু ধারণা দিতে পারে।
 

২০১৭ সালে রাখাইনের সেনা ও বৌদ্ধ মিলিশিয়াদের সহিংসতা থেকে পালিয়ে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। তারা গণধর্ষণ, অগ্নিসংযোগ ও হত্যার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। বর্তমানে কক্সবাজারে ৮ হাজার একরের উপর শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে।
 

গাম্বিয়া ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ আনা এই মামলায়, ২০১৯ সালে আইসিজেতে মামলা দায়ের করে। মিয়ানমার মামলার বৈধতা চ্যালেঞ্জ করলেও ২০২২ সালে আদালত সেই চ্যালেঞ্জ খারিজ করে দেয়। বিচারকরা জানান, তারা গণহত্যা সম্পর্কিত রায় দেওয়ার ক্ষমতা রাখেন।
 

চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কয়েক মাস, এমনকি বছরও লাগতে পারে। আইসিজের সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতা না থাকলেও, রায় গাম্বিয়ার পক্ষে হলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬