কুড়িগ্রাম বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ২

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় একটি সফল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে ইয়াবা, হেরোইন, নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গত বুধবার (২০ আগস্ট) রাতে ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় এই অভিযানটি পরিচালনা করে রাজারহাট থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয়- নিযাম (৪০) ও এরশাদুল (৩৮)কে।
জব্দকৃত দ্রব্যের তালিকা:- ইয়াবা: ৭৯ পিস, হেরোইন ১২ প্যাকেট (পুরিয়া), ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৩ পিস মোটরসাইকেল: ১টি।
এ বিষয়ে রাজারহাট থানার ওসি মো. নাজমুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে রাজারহাট থানা কাজ করছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এই সফল অভিযানে অশান্তিতে ভুগছিল এমন এলাকার স্থানীয় বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।
বড়গ্রাম ছিনাই এলাকাবাসীরা বলেন, “মাদকের কারণে আমাদের এলাকার অনেক তরুণ-তরুণীর জীবন নষ্ট হয়ে যাচ্ছিল। পুলিশের এই অভিযান আমাদের জন্য খুবই স্বস্তির। আমরা চাই, মাদক ব্যবসায়ীরা আইনের আওতায় আসুক।”
বাসিন্দারা মনে করেন, “মাদকবিরোধী অভিযান যদি নিয়মিত চলে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারব। পুলিশকে আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫